মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে অনুষ্ঠিত ক্লেমন মোতালেব পাটোয়ারি টি-২০ গোল্ডকাপ টুর্নামেন্টে অাজিম ক্লাবের হয়ে মাঠে খেলছেন ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পরা জাতীয় দলে নিষিদ্ধ খেলোয়াড় মোহাম্মদ অাশরাফুল।
শনিবার সকাল ৯.০০টায় মিরকাদিমে অাজিম ক্রিকেট ক্লাব বনাম লার্ন ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত খেলায় এই মুহুর্তে অাজিম ক্লাবের হয়ে ফিল্ডিং করছেন অাশরাফুল।
অাশরাফুলের উপস্থিতিকে ঘিরে অন্যান্য দিনের তুলনায় দর্শকের ঢল দেখা গেছে।