অাবু সুফিয়ান এহসানঃ মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় আগুনে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।
এতে ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় একটি ফলের দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশেপাশে থাকা দোকান গুলোতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে।
প্রথমে এলাকাবাসী নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেও ব্যার্থ হয়। পরে সাত কিলোমিটার দুরে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে সাড়ে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, প্রাথমিকভাবে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।