১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মিরকাদিমে পুলিশের সামনেই সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনতাই (ভিডিওসহ)
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনে দায়িত্বপালনকালে অনিয়মের ভিডিও ধারণ করায় পুলিশের উপস্থিতিতেই বহিরাগতরা ‘আমার বিক্রমপুর’ এর প্রধান প্রতিবেদক এর মোবাইল ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টা’র দিকে মিরকাদিমের ৮ নং ওয়ার্ডে হাজী আমজাদ কলেজ মাঠের সামনে ‘পাঞ্জাবি’ প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমানের সমর্থকরা এ ঘটনা ঘটায়।

এর অল্প কিছুক্ষণ আগে কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমানের শ্যালক ব্যবসায়ী ও রামপাল ইউনিয়ন থেকে আসা বহিরাগত আলি আহম্মেদ রাসেল নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। সেই ঘটনা মোবাইলে ধারণ করায় তার সমর্থকদের দিয়ে তিনি মোবাইল, ক্যামেরা ও নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত পর্যবেক্ষক কার্ড ছিনিয়ে নেন বলে ‘আমার বিক্রমপুর’ এর প্রধান প্রতিবেদক শিহাব আহমেদ জানান।

ঘটনার সময় ধারণ করা ভিডিও।

এদিকে ঘটনার সময় এক হাত দূরে পুলিশ সদস্যরা দাড়িয়ে থাকলেও তাদের ভূমিকা উপস্থিত অন্য সাংবাদিকদের মনেও প্রশ্নের সৃষ্টি করেছে। বহিরাগতরা মোবাইল-ক্যামেরা ছিনিয়ে নিলেও মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বাসার বলে উঠেন, ‘বালের সাংবাদিকতা করতে আসছে’। এসময় তার কাছে সাহায্য চাইলেও তিনি কোন ধরনের সহযোগিতা না করে নিবৃত্ত থাকেন। এবং বহিরাগতরা থাকতেই পারে বলে মন্তব্য করেন।

সাংবাদিক শিহাব আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় তিনি গতকাল সকল ধরনের তথ্য-উপাত্ত ও ভিডিও সংগ্রহ করেছেন। আজ তিনি এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।

এসব ঘটনার বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন ‘আমার বিক্রমপুর’ কে বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। আমি এই ঘটনার নিন্দা জানাই। এর সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!