মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।
গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে এই গণসংযোগ করেন তিনি।
জনসংযোগ কালে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী হাজী সালামের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে মাহতাব উদ্দিন কল্লোল বলেন, উন্নয়নের মার্কা নৌকা মার্কা, জনগনের মার্কা নৌকা মার্কা। তাই উন্নয়নের ধারা বেগবান ও চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি বলেন, শান্তিপূর্ন ভাবে সকলে ১৪ তারিখ রবিবার দিন ব্যাপি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন। আধুনিক মিরকাদিম গঠনে শেখ হাসিনার মনোনিত প্রার্থী হাজী সালামকে ভোট দিবেন সবাই।