৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:৩০
মিরকাদিমে অা.লীগের মেয়র প্রার্থী’র নির্বাচনী ক্যাম্পে অাগুন দিয়েছে দুবৃত্তরা
খবরটি শেয়ার করুন:

পৌর প্রতিনিধি: ভোট গ্রহনের ঠিক ১দিন অাগের রাতে মুন্সিগঞ্জের মিরকাদিমে অাওয়ামীলীগের মনোনিত প্রার্থী শহিদুল ইসলাম শাহিন এর নির্বাচনী ক্যাম্প অাগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা।

মিরকাদিমের নগর কসবা মাাঠে গতকাল রাতের কোন একসময় এ ঘটনা ঘটে।

অাজ ২৯ডিসেম্বর বিকেল ৪টা’র দিকে পুরে যাওয়া ঐ ক্যাম্প পরিদর্শনে এসে শহিদুল ইসলাম শাহিন অভিযোগ করেন, অাওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনসুর অাহামেদ কালাম নির্বাচনের পরিস্থিতীকে অসহনীয় করে তুলতে বিএনপি-জামায়াতের মত অাগুন দিয়ে হামলা করে ভোটারদের ভিত করার জন্যই এই পথ বেছে নিয়েছেন।

তিনি এসময় অারও বলেন, যত ষড়যন্ত্র হোক মিরকাদিমের মানুষ অামাকে ভালোবাসে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অাইনশৃঙঘলা বাহিনীকে কঠোর হতেই হবে।

error: দুঃখিত!