মিরকাদিমের সেই বেদেপল্লী পরিদর্শনে এডিশনাল ডিআইজি
আবু সুফিয়ান এহসানঃ মিরকাদিম পৌরসভার পাশের আলোচিত সেই বেদেপল্লী পরির্দশন করেন অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান,বিপিএম(বার),পিপিএস।
শুক্রবার তিনি মিরকাদিমের শত বছরের পুরোনো এই বেদেপল্লীতে যান। এই বেদেপল্লী নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে ‘আমার বিক্রমপুর’ এরপর স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস সেই সংবাদের ভিত্তিতে বেদেপল্লীতে ঈদে নতুন কাপড় পাঠান।
এডিশনাল ডিআইজি তাদের সমস্যা,দুঃখ,কষ্ট ও অভিযোগ শোনেন। তাদের স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন। তিনি কয়েকজন ব্যাক্তিগত ফোন নাম্বার তার মোবাইলে তুলে নিয়ে যান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল বাকির, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বাস্তু শৈলী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাহফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


