মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি ২০২৫, নাজমুল হাসান শাওন (আমার বিক্রমপুর)
মায়ের বহু শখের ছেলে। স্বপ্ন ছিলো কোরআনের হাফেজ বানিয়ে বড় আলেম বানাবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই কিন্তু দেখে যেতে পারেননি মা।
ঘটনাটি মুন্সিগঞ্জ সদরের। গত ১৪ ডিসেম্বর চর কেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকা থেকে হালিমা বেগমের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এর আগে ১ মাস ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। কঙ্কাল উদ্ধারের ৪ দিন পর কোরআনের হাফেজ হন হালিমার ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ জোবায়ের (১৬)।
ইমতিয়াজ রাজধানী ঢাকার কদমতলী এলাকার উম্মুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।
জানতে চাইলে সে বলে, ‘আমার মায়ের খুব শখ ছিলো আমাকে কুরআনের হাফেজ বানাবে। আমি হাফেজ হয়েছি ঠিকই মা দেখে যেতে পারেননি।’
ইমতিয়াজের বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ছেলে এত পরিশ্রমের পরে কুরআনের হাফেজ হয়েছে, আমার তো মহা খুশি হওয়ার কথা। কিন্তু এই মুহুর্তে স্ত্রী পাশে না থাকার আনন্দের চেয়ে বেদনা বড় হয়ে দাড়িয়েছে।