মুন্সিগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার কাছ থেকে জরিমানা আদায় ও ১৫ দিনের জেল দেয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব ‘আমার বিক্রমপুর’ কে জানান, আজ (সোমবার) দুপুরে সদর উপজেলার পঞ্চসারের বিসিক শিল্প নগরীর মূল ফটকের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজা সহ জব্বার মৃধার ছেলে রহমান মৃধা (২৮) কে আটক করা হয়। সে মালিরপাথর এলাকার করিম মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তার স্থানীয় বাড়ি পটুয়াখালি জেলায়।
তিনি জানান, পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটক মাদক কারবারিকে ১৫ দিনের সাজা ও ৩০০ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মেজবাহুল সাবেরিন।