৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
মাওয়ায় আরেক দফা ভাঙন: পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড নদীতে
খবরটি শেয়ার করুন:

ডেস্ক রিপোর্টঃ মুন্সীগঞ্জের মাওয়ায় আবারো পদ্মার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে গেছে।

পদ্মার পানি বাড়তে থাকায় এবং তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে গত রোববার রাত থেকে ওই এলাকায় ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ও বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে বালু ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। তাতে কাজ হয়নি।
গতকাল মঙ্গলবার রাতে আরেক দফা ভাঙনে পদ্মায় বিলীন হয়ে যায় কনস্ট্রাকশন ইয়ার্ডের বিপুল এলাকা। ওই সময় বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী ও কনস্ট্রাকশন ইয়ার্ডের শেড নদীতে চলে যায়। এতে পদ্মা সেতুর নির্মাণকাজ চরমভাবে বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পদ্মা সেতু প্রকল্প এলাকায় আরো বড় ধরনের ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।

মুন্সীগঞ্জের মাওয়ায় চলছে বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর কাজ। বর্তমানে চলছে টেস্ট পাইলিংয়ের কাজ। আগামী অক্টোবরে শুরু হবে মূল পাইলিংয়ের কাজ। ৬.১৫ কিলোমিটার লম্বা এ সেতু নির্মাণের কাজ করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি। নির্মাণকাজের জন্য ২০১৪ সালে লৌহজং উপজেলার মাওয়ার কুমারভোগ এলাকায় ৫৬ হেক্টর জায়গায় কনস্ট্রাকশন ইয়ার্ড স্থাপন করা হয়।

error: দুঃখিত!