মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২০, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুন্সিগঞ্জের গোলাম সারোয়ার কবীর।
সাংগঠনিক সম্পাদক পদে গোলাম সারোয়ার কবীরের নাম আসায় মুন্সিগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় আনন্দের বন্যা বইতে শুরু করে।
দেখা গেছে, জনপ্রিয় তরুণ গোলাম সারোয়ার কবীরকে বিভিন্নভাবে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে।
সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ বলেন, গোলাম সারোয়র কবীর আমাদের প্রিয় নেতা, প্রিয় ব্যক্তিত্ব। তিনি অনেক পরিশ্রমি নেতা। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে তিনি রাজনীতি করেন। তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় আমরা আনন্দিত। আমরা তার শুভ কামনা করি। তাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিরাজদিখান উপজেলা যুবলীগের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান।
শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু বলেন, দেরিতে হলেও পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয়। আমি মনে করি গোলাম সারোয়র কবীর একজন দক্ষ নেতা তার এই পদ লাভের মাধ্যমে মুন্সিগঞ্জ-১ নির্বাচনী এলাকার গণমানুষের স্বপ্ন পূরণ হবে। গোলাম সারোয়ার কবীরকে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অভিনন্দন জানান।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কবীর ১/১১’র সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারমুক্তির লক্ষ্যে রাজপথে বিভিন্ন মিছিল-মিটিং, সভা ও আন্দোলন করতে গিয়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বহুবার নির্যাতনের স্বীকার হন।