১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
মহাকালিতে চেয়ারম্যান পদ প্রত্যাশী পিন্টু খানকে এলাকাবাসীর সমর্থন প্রদান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুৃন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রত্যাশী পিন্টু খানকে সমর্থন জানিয়ে সভা করেছে বাগেশ্বর এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মহাকালি ইউনিয়নের বাগেশ্বর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় চেয়ারম্যান পদ প্রত্যাশী পিন্টু খান বলেন, মহাকালি ইউনিয়নের মানুষ ২ নাম্বারী, বাটপারি পছন্দ করে না। মহাকালির মানুষ যাকে জবান দেয় তাকে ভোট দেয়। তাই এখন থেকেই ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে।

পিন্টু বলেন, নির্বাচনের ব্যাপারে যেহেতু আমার অভিজ্ঞতা নাই। তাই সকল বয়সের মানুষ মিলেই আমার নির্বাচন করে দিবেন। আমি সেটাই প্রত্যাশা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম শফিকুর রহমান সরদার, নারায়ণগঞ্জ মোটর-চালক শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব কোতোয়াল, বাগেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন বাগেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার।

অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও বয়োবৃদ্ধ ভোটাররা অংশ নেন।

error: দুঃখিত!