মুন্সিগঞ্জ পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসকের সভা কক্ষে যাচাই বাছাই কার্যক্রম চলে।
মুন্সিগঞ্জ পৌরসভায় ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান এর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
মুন্সিগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম ‘অামার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই পৌরসভায় কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এখানে মোট ভোটার ৪৬০২৩জন এবং ভোট মোট ভোট কেন্দ্র ২৫ টি।
মিদুল দেওয়ান এক প্রতিক্রিয়ায় অাজ বিকেলে ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘বিধি অনুযায়ী ধাপে ধাপে অামি এগোচ্ছি। অামার ওয়ার্ডবাসীর সহযোগীতা না পেলে এতকিছু সম্ভব হত না। তাদের দেয়া কথা রাখতেই অামি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত অাছি।’
এই ওয়ার্ডে একজনের মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে।