১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
মনিরুজ্জামান যাচ্ছেন খুলনায়, মুন্সিগঞ্জে আসছেন নতুন জেলা প্রশাসক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মে, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারকে খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে মুন্সিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল। তিনি আগামী কয়েকদিনের মধ্যেই মুন্সিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আজ সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসব জেলায় কর্মরত জেলা প্রশাসকদের মধ্যে একজনকে অন্য জেলায় একই দায়িত্বে এবং নয়জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।

এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি নিয়োগ করা হলো।

error: দুঃখিত!