মুন্সিগঞ্জ ২৩ অক্টোবর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ভোলার বোরহানউদ্দিনে হিন্দু তরুণের ফেইসবুক আইডি হ্যাক করে ‘অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর সংঘর্ষে হতাহতের ঘটনায় বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মুন্সিগঞ্জের শ্রীনগর-ছনবাড়ী সড়কের ফায়ার সার্ভিস এলাকায় ইত্তেফাকুল উলামা’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা ৬দফা দাবী পেশ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন শ্রীনগর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাওলানা রেজাউল বারী।
মুফতী আশরাফ আলী কাসেমী’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা ইউনুস কাসেমী, মাওলানা শাহ আলম, মাওলানা এহসানুল হক, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ হোসাইনী প্রমুখ।