৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
বুড়িগঙ্গায় মুন্সিগঞ্জের লঞ্চডুবি, ঘাতক লঞ্চের মাষ্টার আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জুলাই, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বুড়িগঙ্গা নদীতে মুন্সিগঞ্জের লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের মামলার অন্যতম আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার গ্রেফতার হয়েছেন।

আজ ভোরে র্যাব ১০-এর একটি দল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে র্যািব সদর দফতরের সহকারী পরিচালক সুজয় সরকার জানিয়েছেন।

এর আগে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে তিন দিনের রিমান্ড শেষে রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত ২৯ জুন ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ছোট লঞ্চ মর্নিং বার্ড ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় নৌপুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

error: দুঃখিত!