বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার হাফেজ মুহাম্মাদ হেলাল উদ্দীন। সৌদি সরকার আয়োজিত পবিত্র মক্কায় মসজিদুল হারামে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ স্থান অর্জন করেন তিনি। পুরস্কার হিসাবে ৭৫ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা পেয়েছেন হেলাল উদ্দীন। তার হাতে পুরস্কার তুলে দেন মক্কা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আস সুদাইস ও সৌদি আরবের ধর্মমন্ত্রী সালেহ বিন আ. আজিজ বিন আলী শায়েখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের মন্ত্রিপরিষদের ব্যক্তিবর্গ, মসজিদুল হারাম, মসজিদে নববীর ইমামগণ, উম্মুল কুরা ও মদীনা ইউনিভার্সিটির ইসলামিক স্কলারগণ ও বাছাইকৃত ৭০টি দেশের হাফেজ এবং ক্বারীগণ। হাফেজ হেলাল উদ্দীন হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী কর্তৃক পরিচালিত রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোবরদি বররাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও আলেমা মারুফা হোসাইনের ছেলে। তিনি এ বছর রমজান মাসে বাংলাভিশনে প্রচারিত আল কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। উল্লেখ্য, এর আগে সৌদি আরবে ৭৩টি দেশকে পরাজিত করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেন সাতজন হাফেজে কোরআন। তার বাংলাদেশের সুনাম বয়ে আনেন। অন্ধ হাফেজ তানভীর হোসাইন প্রথম স্থান, হাফেজ সা’আদ সুরাইল প্রথম স্থান, হাফেজ এমদাদুল্লাহ প্রথম স্থান, হাফেজ হুযাইফা দ্বিতীয় স্থান, হাফেজ আনাস খান দ্বিতীয় স্থান, হাফেজ মো. হাবিবুল্লাহ তৃতীয় স্থান, ফারিয়া মারিয়াম তৃতীয় স্থান অর্জন করেন।