মুন্সিগঞ্জ, ১০ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামী ১২ মার্চ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙা অংশ উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ি ইন্টারসেকশন হতে (ইকোরিয়া বাবু বাজার লিংঙ্করোডসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙা অংশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নয়নের নিমিত্তে সমাপ্তকৃত নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
একই দিন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় কর্ণফুলি সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট ৮ কি.মি. কর্ণফুলি (শাহ আমানত শাহ সেতু) সেতুর এপ্রোচ সড়ক এবং ওয়েষ্টান বাংলাদেশ ব্রিজ ইমপ্রুপমেন্টের প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতুর উদ্বোধন করবেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা-মাওয়া-ভাঙ্গা ৫৫ কিলোমিটার চার লেন নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ২৫২ কোটি ২৮ লাখ টাকা। পরে তা দুই দফা বেড়ে হয় ৬ হাজার ৮৯২ কোটি পাঁচ লাখ টাকা। এরপরও প্রকল্পের অনেক কাজ বাকি থেকে যায়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটির বাকি কাজ শেষ করার জন্য ২০১৮ সালে নেওয়া হয় ঢাকা-মাওয়া-ভাঙ্গা অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প। সেটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে চার হাজার ১১১ কোটি ৮৬ লাখ টাকা। দুই প্রকল্প মিলিয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা চার লেন বাস্তবায়নে ব্যয় দাঁড়িয়েছে ১১ হাজার তিন কোটি ৯১ লাখ টাকা। এতে কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয় পড়ছে ২০০ কোটি সাত লাখ টাকা, যা বিশ্বে সবচেয়ে বেশি।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েটি শুরু হয়েছে ঢাকার যাত্রাবাড়ী ইন্টারসেকশনে। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গিয়ে মিশেছে মাওয়ায়, পদ্মা সেতুর সংযোগ সড়কে। পদ্মা সেতু পার হয়ে এটি চলে গেছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। চার লেনের এক্সপ্রেসওয়ের পাশাপাশি ধীরগতির গাড়ি চলার জন্য দুই পাশে রাখা হয়েছে দুটি করে আরো চারটি লেন। ব্যয় বেশি হওয়ায় এরই মধ্যে এটি পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়ক হিসেবে।
এদিকে এ নিয়ে এখন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে সাংবাদিকসহ জেলা বিশিষ্ট ব্যক্তিবর্গেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।