৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:২২
Search
Close this search box.
Search
Close this search box.
বিদ্রোহী নয়, ‘স্বতন্ত্র’ নির্বাচন করবেন কল্লোল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল বলেছেন, ‘দলের বিদ্রোহী প্রার্থী নই তবে আমি ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়ে নির্বাচন করবো।

শনিবার (২ মার্চ) মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগে তিনি এসব কথা বলেন।

জানতে চাইলে মাহতাব উদ্দিন কল্লোল ‘আমার বিক্রমপুর’-কে বলেন, ‘দলীয় মনোনয়নের জন্য তৃণমূল থেকে পাঠানো তালিকায় আমার নামই পাঠানো হয়নি। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ভোটের মাধ্যমে শুধুমাত্র একজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিলো। তাই আমাকে কেউ ‘বিদ্রোহী প্রার্থী’ বলতে চাইলেও বলা যাবে না। কাগজে-কলমে আমি দলের কাছে প্রার্থী হতে চাইতে পারিনি। আমার সে অধিকার আগেই কেড়ে নেয়া হয়েছে। সুতরাং আমি ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়েই মুন্সিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করবো।’

তিনি আরও বলেন, ‘আমার নির্বাচন কারও বিরুদ্ধে নয়, ভোটারদের আস্থার প্রতি সম্মান রাখতে আমাকে এ নির্বাচন করতে হচ্ছে’

উল্লেখ্য যে, মুন্সিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আনিছুজ্জামান। বিএনপি এই নির্বাচনে না আশায় তার প্রধান প্রতিদ্বন্দী হতে যাচ্ছেন আরেক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!