২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৯:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
বিক্রমপুর আদর্শ কলেজের নবগঠিত আহবায়ক কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের বিক্রমপুর আদর্শ কলেজের নবগঠিত আহবায়ক কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় প্রতিষ্ঠানটির সভা কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্যে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র মো. সিফাত।

এসময় আরও বক্তব্য রাখেন অভিভাবক ও প্রতিষ্ঠানের কয়েকজন দাতা সদস্য।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ভেঙে দেয় অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে কমিটিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

সেই সুযোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করেই স্বজনপ্রীতির মাধ্যমে গত ৯ অক্টোবর মীর সরফত আলী সপুকে সভাপতি ও ডাক্তার মোহাম্মদ জাহিদুল কবিরকে বিদ্যোৎসাহী সদস্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক কাগজে ৬ মাস মেয়াদে নতুন এডহক কমিটি গঠন করা হয়।

পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন এডহক কমিটি গঠনের জন্য কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনজনের নাম প্রস্তাব করা হলে নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয় অধ্যক্ষকে।

এরপর তাৎক্ষণিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

এ সময় শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়ে দ্রুত প্রতিষ্ঠানের সকলের সম্মতি ক্রমে প্রস্তাবিত নামের ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

পরে সংবাদ সম্মেলন থেকে শীঘ্রই দাবি আদায় না হলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এছাড়া কোন প্রকার আলোচনা ছাড়া নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে,নবগঠিত কমিটির সভাপতি সরফত আলী সপু জানান, স্থানীয়ভাবে নাম প্রস্তাবের মাধ্যমে তাকে সভাপতি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!