মুন্সিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে সদরের কাটাখালি বাজারে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এক কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৯৬ সালে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০০১ সালে এই বিশাল অংকের ঘাটতি আমরা পূরণ করেছি। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আবার খাদ্য ঘাটতি দেখা দেয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণ করছেন হতদরিদ্রদের মধ্যে। টানা পাঁচ মাস ধরে এ সুবিধা ভোগ করছে দরিদ্র ৫০ লাখ পরিবার।
বর্তমানে বাংলাদেশে প্রায় চার কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। এছাড়া দেশের খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২০২৫ সালের মধ্যে ২৭ লাখ মেট্রিক টন করা হবে। এছাড়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে কৃষকের বন্ধু হিসেবে কাজ করতে হবে, যোগ করেন মন্ত্রী।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ সদর-গজারিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, খাদ্য সচিব কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান প্রমুখ।