দল পাল্টে আওয়ামী লীগে যোগ দিলেন চট্টগ্রামের সাতকানিয়া পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদুর রহমান।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরনগরীর বক্সিরহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি।
সাতকানিয়া পৌর বিএনপির সভাপতির পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন মোহাম্মদুর।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, যোগদান অনুষ্ঠানে তিনি ছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, সাতকানিয়ার সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও চন্দনাইশের সাংদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর মুসলিম হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদুর রহমান এর আগে দুই দফায় বিএনপির হয়ে সাতকানিয়ার পৌর মেয়র নির্বাচিত হন।