ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৫ উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকার সুপার মার্কেট প্রধান সড়কে শুক্রবার বিকেলে অগ্নি নির্বাপণ মহড়া দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আসাদউজ্জামান নেতৃত্বে ও মন্টু বিশ্বাসের পরিচালনায় মহড়ায় অংশ নেন ২০ জনের একদল কর্মী।
মহড়া চলাকালে চার ব্যক্তিকে ভয়াবহ আগুনের কবল থেকে রক্ষা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অপর দিকে এ মহড়া দেখতে উৎসুক জনতা প্রচণ্ড ভিড় করে।
এনটিভি