২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৪৪
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে মুন্সিগঞ্জ জেলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জমজমাট আয়োজনে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০’ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বহুমুখী সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে।

তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ২১ দিনব্যাপী এই উৎসবের।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই আয়োজনের শেষদিন ছিলো।

বিকেল ৪টা থেকে নন্দনমঞ্চে মুন্সিগঞ্জ, বরগুনা, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক পরিবেশনা হয়।

মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী তাদের ৪৫ মিনিটের মনোমুগ্ধকর পরিবেশনায় হাজার হাজার দর্শকদের হদয় মাতিয়ে নেয় ।

জেলার পরিচিত ২টি দলীয় সংগীত, ২টি দলীয় নৃত্য পরিচালনায় ছিলেন সুমি আক্তার এবং সুদীপ দাস দীপ ১টি যন্ত্র সংগীত, ২ টি একক সংগীত পরিবেশন করে ।

দলীয় সংগীত পরিচালনায় ছিলেন আওলাদ হোসেন এবং শারমিন রহমান অন্যন্যা। যন্ত্র সংগীতে মনির হোসেন কাজল, তবলায় শরীফ মাহমুদ, আঞ্চলিক শিল্পী হিসেবে একক সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী শিতল আহমেদ এবং জাতীয় শিল্পির তালিকায় শিশির রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সাব্বির হোসাইন জাকির ।

অনুষ্ঠান শেষে মুন্সিগঞ্জ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ক ম গিয়াস উদ্দীন, সংগীত ও নাট্য ব্যক্তিত্ব শিশির রহমান , সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক দল প্রধান সাব্বির হোসাইন জাকির কে উত্তরীয় পরিয়ে সন্মাননা প্রদান করেন। পরে মুন্সিগঞ্জ জেলার পক্ষে গিয়াস উদ্দীন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব অসীম কুমার দে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ গ্রহন করেন।

মুন্সিগঞ্জ জেলার অনুষ্ঠান উপভোগ করেন কন্ঠ শিল্পী শহীদুল্লাহ শহীদ, চিত্রনায়ক আশিক চৌধুরী, নাট্য নির্মাতা হিরু খান প্রমুখ ।

৬৪টি জেলা, ৬৪টি উপজেলা এবং জাতীয় পর্যায়ের পাঁচ হাজারের অধিক শিল্পী ও শতাধিক সংগঠনের অংশগ্রহণে ২১ দিনব্যাপী একাডেমির নন্দনমঞ্চে এই শিল্পযজ্ঞ পরিচালিত হয়।

error: দুঃখিত!