১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
বাংলাদেশে আসছেন পন্টিং; না শুধুই গুজব?
খবরটি শেয়ার করুন:

রিকি পন্টিংকে দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাশেজে মাইকেল ক্লার্কদের ব্যাটিং ভরাডুবির পর সাবেক এই অধিনায়করে হাতে দায়িত্ব তুলে দিতে চাইছেন কর্তারা।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো বলাবলি করছিলো, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টেই দেখা যাবে তাকে। যদিও গুজব উড়িয়ে দিয়েছেন পন্টিং নিজেই।

অ্যাশেজে ধারাভাষ্য দিচ্ছিলেন। ট্রেন্টব্রিজ টেস্ট শেষে দেশে ফিরে গিয়েছেন। আপাতত নিজের পরিবার এবং কোচ হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব উপভোগ করছেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পন্টিং।

বললেন, ‘এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি। একদিন দেশের সমস্ত তরুণ ব্যাটসম্যানদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। সবসময় সে কথা বলে থাকি। তবে সেটা এখনই নয়। এই মুহূর্তে পরিবারের জন্য দায়বদ্ধ। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব, ধারাভাষ্য, স্পনসরদের অনুষ্ঠানের পাশাপাশি পন্টিং ফাউন্ডেশনের দায়িত্ব রয়েছে। এগুলোকেই মন দিয়ে করতে চাই।’

শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া দলের পারফরমেন্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড ম্যাচের পরিস্থিতি নিয়ে নিয়মিত পন্টিংয়ের সঙ্গে আলোচনা করতেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে চলতি বছরে বেশ কয়েকবার কথা হয়েছে। ও দলের সঙ্গে যুক্ত হলে আমরা সকলেই খুশি হব। আশা করি রিকির ক্ষেত্রেও ব্যাপারটা তাই হবে। অবশ্যই সময় এবং অন্যান্য কাজের জন্য দায়বদ্ধতাকে গুরুত্ব দিতেই হবে।’

ড্যারেন লেহম্যানের কোচিং জমানায় ওয়ার্ন, স্টিভ ওয়াহ, গ্লেন ম্যাকগ্রা, অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকাদের কোনও না কোনও সময়ে দলের জন্য সময় দিতে দেখা গিয়েছে। যদিও কেউই কোনও দায়িত্ব নেননি। পন্টিংও সেই তালিকায় নাম লেখান কিনা সেটাই দেখার!

error: দুঃখিত!