১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:৫২
বাংলাদেশের দর্শকদের সঙ্গে সরাসরি মোলাকাত করতে আসছেন উর্বশী
খবরটি শেয়ার করুন:

উর্বশী রাওতেলা। বলিউডের আবেদনময়ী অভিনেত্রী। কাজ করেছেন দক্ষিণ ভারতের সিনেমায়ও। ‘মাস্তি’ সিরিজে খোলামেলা অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন ২০১৬ সালে। গেলো বছর ঘুরে গেছেন বাংলাদেশও। তবে সেটা ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

এবার আর ব্যবসায়িক সফরে নয়, বাংলাদেশের দর্শকদের সঙ্গে সরাসরি মোলাকাত করতে আসছেন উর্বশী। জানা গেছে সেই সাক্ষাতের দিন-তারিখ। আগামী ৫ মে বাংলাদেশের পর্দায় আসছেন এই বলিউড কন্যা।

সেদিন মুক্তি পাচ্ছে উর্বশী অভিনীত প্রথম বাংলা ছবি ‘পরবাসিনী’। স্বপন আহমেদ পরিচালিত বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবিটির মুক্তির তারিখ মিলেছে অবশেষে। পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মে’র প্রথম সপ্তাহে দর্শকদের দেখা দেবে ‘পরবাসিনী’।

‘পরবাসিনী’ ছবিতে উর্বশী একটি আইটেম গানে অংশ নিয়েছেন। ছবির নায়ক ইমনও এতে পারফর্ম করেছেন। ছবিতে ইমনের নায়িকা রিত মজুমদারও ভারতীয় অভিনেত্রী।

সায়েন্স ফিকশনধর্মী ছবি ‘পরবাসিনী’ শুরুর পর থেকেই আলোচিত। দেশে-বিদেশে শুটিং হয়েেছে ব্যয়বহুল ছবিটির।

error: দুঃখিত!