১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:০০
Search
Close this search box.
Search
Close this search box.
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আ. লীগের আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১ টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর ব্যক্তিগত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

এর আগে লিচুতলায় বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছারউদ্দিন ভুইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ।

error: দুঃখিত!