১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৩০
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে ভূমিহীনদের জমি ও ঘর বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হতে সিরাজদিখানে ভুমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ রাঙাবিলা গ্রামে ৬ টি ঘরের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, পিআইও কর্মকর্তা আইমিন সুলতানা, বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাসাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি তাইফুর রহমান ডালু, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যাদের ঘর ও বাড়ী নাই তাদের ঘর এবং জায়গা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সিরাজদিখানে ৩০৪ জন ভুমিহীন রয়েছে, যাচাই বাচাই করে তাদের মধ্য থেকে ২৫ জন ভূমিহীন পরিবারকে পর্যায় ক্রমে জায়গা ও ঘর দেওয়া হবে।

প্রাথমিক পর্যায়ে আজ ৬ জনকে ভুমি ও ঘর নির্মাণের ভিত্তি প্রস্তুর কাজের উদ্বোধন করা হয়েছে।

error: দুঃখিত!