১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
বঙ্গবন্ধুর খুনিকে রাজনৈতিক আশ্রয় দেয়ার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
খবরটি শেয়ার করুন:

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের একজন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বলে প্রথমবারের মতো স্বীকারোক্তি দিলো যুক্তরাষ্ট্র। পলাতক ওই আসামী সাবেক সেনাকর্মকর্তা রাশেদ চৌধুরী।

বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের এক আলাপচারিতার বরাত দিয়ে এই স্বীকারোক্তির কথা জানিয়েছে প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দু।

দ্যা হিন্দু জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের উচ্চ আদালতে দোষী সাব্যস্ত হওয়া বঙ্গবন্ধুর হত্যাকারী সাবেক সেনাকর্মকর্তা রাশেদ চৌধুরীর এই রাজনৈতিক আশ্রয়ের কথা স্বীকার করেন বার্নিকাট। আর বেশ কয়েকটি কূটনৈতিক সূত্রের প্রসঙ্গ উল্লেখ করে দ্যা হিন্দুকে জানায়, অন্য আরেকজন হত্যাকারী মোসলেম উদ্দিনও যুক্তরাষ্ট্রে রয়েছেন। তবে তিনি রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন না।

শাহরিয়ার আলম দ্যা হিন্দুকে জানিয়েছেন, ‘আমরা এখন জানি রাশেদ চৌধুরী আমেরিকায় রাজনৈতিক আশ্রয়ে আছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে সে ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সূত্র: দ্যা হিন্দু

error: দুঃখিত!