ঘূর্ণিঝড় ফণীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল ৫ মে’র পরীক্ষাও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৪ মে, শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ফায়জুল করিম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার নতুন সময় সূচি পরে জানানো হবে।
গতকাল ৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ফণী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকের (৪ মে) পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছিল। ফণীর কারণে আগামীকাল ৫ মে’র পরীক্ষাও স্থগিদের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
এদিকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণী শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ফণীর কারণে সৃষ্ট ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে সারা দেশে এখন পর্যন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতেও ফণীর কারণে আ জনের প্রাণহানি ঘটেছে।
বাউবির আজকের পরীক্ষা ১১ মে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামের আজ ৪ মে’র পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১১ মে শনিবার একই সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।