২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:০৮
প্রেসিডেন্ট কলেজের শিক্ষার্থী নিজেই মারলো সহপাঠীকে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী তার ক্লাসমেট কে মেরে আহত করেছে।

আজ সোমবার (১ জুলাই) কলেজ থেকে মাত্র ১০০ মিটার দূরে জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের স্বীকার ঐ শিক্ষার্থী ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘সকাল ৮ঃ৪৫ এর দিকে কলেজের ভেতরে ক্লাসে তুচ্ছ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তারই সহপাঠী উত্তর ইসলামপুরের মিজানুর রহমানের ছেলে সাইক রহমান (১৯) তাকে মারধরের হুমকি দেয়। এরপর বেলা ১১ঃ৪০ এর দিকে কলেজ থেকে বের হলে টেনেহিঁচড়ে পাশের নির্জন একটি জায়গায় তাকে নিয়ে গেলে তার বন্ধুদের সহায়তায় সেখান থেকে মুক্ত হয়। এরপর সে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হেটে জেলা পুলিশ লাইনস পর্যন্ত গেলে সেখানে তাকে দ্বিতীয় দফায় মারধর করে তার ঐ সহপাঠী । এসময় সে জখম হলে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আহত ঐ শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন। সে পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এরা দুজনই প্রেসিডেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টিকে নৈতিক অবক্ষয় হিসেবে চিন্হিত করে একজন এনজিও কর্মকর্তা ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘সামাজিক ভারসাম্য রক্ষায় আমাদের প্রজন্মকে সহিংসতার বিরুদ্ধে শিক্ষা দিতে হবে। তুচ্ছ ঘটনায় এরকম মারধরের ঘটনা শুভ লক্ষন নয়’

error: দুঃখিত!