৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
প্রিন্ট সংস্করণে আসছে আমার বিক্রমপুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

দীর্ঘ ৬ বছর অনলাইন সংস্করণের পর এবার প্রিন্ট সংস্করণে আসছে আমার বিক্রমপুর।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দৈনিক আমার বিক্রমপুর নামে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে পত্রিকা প্রকাশের ছাড়পত্র পেয়েছেন আবেদনে উল্লেখিত আমার বিক্রমপুর এর প্রকাশক ও সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।

এ প্রসঙ্গে তিনি বলেন, মুন্সিগঞ্জ জেলা থেকে বর্তমানে নিয়মিত ৪টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর সাথে নতুন আরেকটি পত্রিকা বের হতে যাচ্ছে। পত্রিকাটি নতুন হলেও এর নামটি নতুন নয়। আমার বিক্রমপুর নামটি এর অনলাইন সংস্করণের মান ও বস্তুনিষ্ঠতার কারনে ব্যাপক জনপ্রিয় ও সর্বমহলে স্বীকৃত।

এস এম মাহতাব উদ্দিন কল্লোল বলেন, মুন্সিগঞ্জের সাধারণ মানুষের পক্ষে আগেও যেমন পত্রিকাটি সোচ্চার ছিলো এবং সত্য প্রকাশে সবমহলের চাপ উপেক্ষা করে যেভাবে পত্রিকাটি সংবাদ প্রকাশ করেছে ভবিষৎয়েও এই ধারা চলমান থাকবে।

তিনি জানান, খুব শীঘ্রই আমরা প্রিন্ট সংস্করণে আসছি। এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!