১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
প্রথম আলো কার্যালয়ের সামনে পুলিশের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকার কারওয়ান বাজারে দেশের শীর্ষ জাতীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে ‘শান্তিপূর্ণ জেয়াফত’ কর্মসূচির শেষের দিকে পুলিশের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ’ ব্যানারে ১৫-২০ জন ‘স্বৈরাচারের মাষ্টারমাইন্ড প্রথম আলো ও ডেইলি স্টারের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আমজনতার শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানের শেষের দিকে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন’ শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে ৩ জন বক্তব্য রাখেন। তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বয়কটের আহবান জানান। পরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী কেফায়াত উল্লাহ, আজিজুল হক, ইসমাঈল মোহাম্মদ হাম্মাম, মো.ইব্রাহীম খলিল, রিয়াজ মাহমুদ, শাহরীয়ার আমিন প্রমুখ।

error: দুঃখিত!