মুন্সিগঞ্জ, ২ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালী করেছে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে র্যালি শুরু হয়।
এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
পরে শহরের পুরাতন কাচারি হয়ে র্যালিটি সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখানে ছাত্রদল নেতাকর্মীরা সরকারি সকল সেবাকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আদর, যুগ্ম আহবায়ক খালেদ হোসেন পলাশ, হেদায়েত হোসেন সজিব, টংগিবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ঢালী, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইমতিয়াজ লিপু, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নাদিম, জেলা ছাত্রদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মো. আল-আরাফ, সাবেক সদস্য আবু মোহাম্মদ রুইয়াম, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নাদিম, মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম নিরব প্রমুখ।