মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২৭ হাজার ২৭৬ ভোট পেয়ে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
শনিবার দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাতে রিটার্নিং অফিসার আরিফল হক বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন।
ফয়সাল বিপ্লবের নিকটতম ধানের শীর্ষ প্রতীকের বিএনপি মনোনিত প্রার্থী মোঃ শহীদুল ইসলাম পেয়েছেন ২৬০৪ ভোট। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) মোঃ হাফিজ উদ্দিন পেয়েছেন- ৮৭৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী এড. মজিবুর রহমান (নারিকেল গাছ প্রতীক) ৭৯৫ ভোট ও এম এ কাদের মোল্লা (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩০১ ভোট।
এবার পৌরসভায় ২৫ টি ভোট কেন্দ্রের ১৫০ টি বুথে ৫৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২ হাজার ২৪৪ জন ভোটার।
নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ৯ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিল প্রার্থীরা হলেন যথাক্রমে, ১নং -খায়রুল ইসলাম (উটপাখি), ২নং এ সোহেল রানা রানু (পানির বোতল), ৩নং- মকবুল হোসেন (ডালিম), ৪নং- আনোয়ার হোসেন (ব্লাকবোর্ড), ৫নং- মতিউর রহমান স্বপন (পাঞ্জাবি), ৬নং- আবু সাত্তার মুন্সী (টেবিল ল্যাম্প), ৭নং- শফিকুল ইসলাম তুষার (পানির বোতল), ৮নং -আওলাদ হোসেন, ৯নং-সাজ্জাদ হোসেন সাগর (উটপাখি)।
এছাড়া সংরক্ষিত সংরক্ষিত মহিলা আসনে বিজয়ীরা হলেন, ১,২,৩ নং ওয়ার্ড এ নার্গিস আক্তার (আনারস), ৪,৫,৬ নং ওয়ার্ড এ পারভীন আক্তার (আনারস), ৭,৮,৯নং ওয়ার্ড এ রুমা বেগম (জবা ফুল)।