২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:১৫
পুলিশ দেখে বন্ধু গেলেন পালিয়ে, যুবকের পকেটে পাওয়া গেল ইয়াবা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পুলিশ দেখে একজন পালিয়ে গেলেও সঙ্গে থাকা আরেকজনের পকেটে পাওয়া গেছে ৫২ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সেখানে বলা হয়, গতকাল বুধবার বিকাল ৫টার দিকে আব্দুল্লাপুর চৌরাস্তা এলাকায় টংগিবাড়ী থানার এসআই আ. রহিম মোল্যা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। এসময় পুলিশ দেখে একজন দৌড়ে পালালেও ধরা পড়েন তুষার মোল্লা (৩৫) নামের অপরজন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে পকেট থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বের করে দেন তিনি।

পালিয়ে যাওয়া ব্যক্তিটি হলেন- তুষারের বন্ধু ও মাদক ব্যবসার সহযোগী রাসেল মিল্কী (৩৫)।

এ ঘটনায় পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

error: দুঃখিত!