২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৩০
পুলিশকে টাকা দিবেন না, টাকা চাইলে ৯৯৯ এ কল করবেন-এসপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘পুলিশের কাজ মানুষের সেবা করা। কোন পুলিশ সদস্য যদি সেবার বিনিময়ে টাকা দাবি করে পুলিশকে টাকা দিবেন না, টাকা চাইলে ৯৯৯ এ কল করবেন। আপনাদের সেবা দিতে আমার দরজা সবসময় খোলা আছে’ এসব কথা বলেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানা পুলিশ কর্তৃক থানা প্রাঙ্গনে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টংগিবাড়ী থানা’র ওসি শাহ মো. আওলাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টংগিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোফাজ্জল হোসেন, নবীন কুমার রায়, ওসি তদন্ত গোলাম রসূল মোল্লা, বেতকা ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু, আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম মিয়া, পাচগাওঁ ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার প্রমূখ।

error: দুঃখিত!