মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
৫ আগস্ট আগুনে পুড়ে যাওয়া মুন্সিগঞ্জ সদর থানা ও পৌরসভা কার্যালয় পরিস্কারে পরিচ্ছন্নতা কার্যক্রম করছে শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ১০টার দিকে পৃথম টিম গঠন করে এই কার্যক্রম শুরু করে মুন্সিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী। তাদের সাথে যোগ দেয় অভিভাবকরাও।
এসময় পুড়ে যাওয়া নথিপত্রসহ কার্যালয় দুইটিকে ধুয়ে-মুছে পরিষ্কার করে তারা।
শিক্ষার্থীরা জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এসব প্রতিষ্ঠান দ্রুত চালু হওয়া দরকার। তাই তারা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে। পুরোপুরি পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলবে।