১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৫৪
পাসের দিক দিয়ে ৮ বোর্ডে মেয়েরা এগিয়ে
খবরটি শেয়ার করুন:

২০১৯ সালের এইচএসসি ও সমমনা পরীক্ষায় দেশের ৮টি বোর্ডে পাসের দিক দিয়ে মেয়েরা এগিয়ে আছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি বিস্তারিত ফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এতে দেখা যায়, দেশের ৮টি বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে আছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ডেও পাসের দিক দিয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। ঢাকা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৪ শতাংশ, ছেলেদের ৬৮ দশমিক ২২ শতাংশ। রাজশাহী বোর্ডে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ, ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৩২। কুমিল্লা বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ২৭, ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ১২ শতাংশ। যশোর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, ছেলেদের ৭২ দশমিক ৭৪ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে মেয়েদের পাসের হার ৬৫ দশমিক ১১ শতাংশ এবং ছেলেদের ৫৯ দশমিক ২১ শতাংশ। বরিশাল বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৪৮ শতাংশ এবং ছেলেদের ৬৫ দশমিক ৯৫ শতাংশ। সিলেট বোর্ডে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৮৩ শতাংশ এবং ছেলেদের ৬৪ দশমিক ৯১ শতাংশ। দিনাজপুর বোর্ডে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ২৭ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৫৫ হাজার ২২ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ৮টি বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ।

error: দুঃখিত!