প্রয়াত চিত্রনায়ক মান্নার আদর্শ ও স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মান্না ফাউন্ডেশন বেশ কয়েকবার উদ্যোগ গ্রহণ করেছিলো ‘মান্না উৎসব’ আয়োজনের। কিন্তু শেষ পর্যন্ত নানা করণে আয়োজনটি বাস্তব রুপ নেয়নি। তবে এবার উদ্যোগটি সফল হতে চলেছে। আগামী ১ জানুয়ারি মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘মান্না উৎসব ২০১৬: ড্রিমস অব মান্না’। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর শিশু একাডেমী চত্বরে।
গতকাল এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মান্নার স্ত্রী শেলী, চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, জায়েদ খান, চিত্রনায়িকা মৌসুমি, পপিসহ মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত সকলে নায়ক মান্নার স্মৃতি চারণ ও মান্না উৎসবের মঙ্গল কামনা করেন। ‘মান্না উৎসবের’ অয়োজন চলবে দিনব্যাপী। রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
‘মান্না উৎসব ২০১৬: ড্রিমস অব মান্না’ এ মান্না অভিনীত ছবির গানের সঙ্গে পারফর্ম করবেন মান্নার সহ-শিল্পীরা। এছাড়া এতে ওপার বাংলার নায়িকা ঋতুপর্ণার ও অংশ নেবার কথা রয়েছে।