মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২০, আহমেদ সাব্বির (আমার বিক্রমপুর)
পল্লিগীতি সম্রাট প্রয়াত আব্দুল আলিমের “দোল দোল দলুনি ” গানটি সকলের পছন্দের। সাম্প্রতি নতুন করে এই গানের সংগীতায়োজন করেছে দেশের একমাত্র ফোক মিউজিক অর্কেস্ট্রা যন্ত্রী।
তবে কোন বানিজ্যিক উদ্দেশ্যে গানটি ব্যবহার করা হবেনা বলে জানানো হয়েছে।
এ বিষয়ে যন্ত্রীর কর্ণধার সাখাওয়াত হোসেন সাগর বলেছেন, ‘আমরা মনের আনন্দে গান করেছি এখন আনন্দটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’ ফেসবুকে প্রথম সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে গানটি।
প্রয়াত আব্দুল আলিমের দোল দোল দলুনি গানটি কিছুটা ভিন্ন আংগিকে পরিবেশন করছে যন্ত্রী।
বাংলাদেশের একমাত্র ফোক মিউজিক অর্কেস্ট্রা যন্ত্রীর সংগীতায়োজনে কন্ঠ দিয়েছেন লেখক চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির। সংগীত পরিচালক সাখাওয়াত হোসেন সাগর সহ যন্ত্রীর সকলে মনে করেন সবাই গানটি খুব ইতিবাচক ভাবে নিবে।