বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের দুইটি পৌরসভার সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তৃণমূলের সরব উপস্থিতিতে গতকাল মঙ্গলবার সকালে ও বিকালে অনুষ্ঠিতব্য সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। কোন রকম প্রতিদ্বন্দ্বিতা না থাকায় পুরনোরাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মুন্সীগঞ্জ পৌর বিএনপি ও বিকেলে মিরকাদিমের একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত মিরকাদিম পৌর বিএনপির অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ আবদুল হাই। মুন্সীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল।
অনুষ্ঠান দুইটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রহিমা সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল আজিম স্বপন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আক্তার ফারুক তোতা, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, ভিপি শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা মজিবুর রহমান প্রমুখ।
সম্মেলনে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একেএম ইরাদত মানুকে সভাপতি ও সাবেক কাউন্সিলর শহীদুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জ পৌর বিএনপির কমিটি ও মিরকাদিমে আলহাজ জসিমউদ্দিনকে সভাপতি, ওবায়দুর রহমান বকুলকে পুনরায় সাধারণ সম্পাদক ও সেলিম সিরাজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল হাই।