২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৪০
পদ্মা সেতু: শেষ স্প্যান বসাতেও ‘চ্যালেঞ্জ’!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘চ্যালেঞ্জ’ নিয়েই শুরু। এরপর পেরিয়ে গেছে ৩ বছর। অদম্য মনোবল, সরকারের প্রতিশ্রুতি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যালেঞ্জ’ একসাথে করেই শেষ প্রান্তে এসে পৌছেছে পদ্মা সেতুর কাজ।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর পিলারের উপর বসেছিলো সর্বপ্রথম স্প্যান। আর সর্বশেষটি বসানোর কথা রয়েছে আজ (১০ ডিসেম্বর)। তবে পদ্মার মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব আবারও ‘চ্যালেঞ্জ’ এর মুখে দাড় করিয়েছে পদ্মা সেতুকে। হয়তো কিছুটা সময় অথবা একটি দিন! সব ‘চ্যালেঞ্জ’ কে হার মানিয়ে স্প্যান কিন্তু বসবেই। তবে কালই স্প্যান বসাতে সর্বাত্মক চেষ্টা থাকবে।

মুন্সিগঞ্জের মাওয়া অংশে মাঝ নদীতে ১২ ও ১৩ নং পিয়ারে সবশেষ স্প্যানটি বাসানো হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানিয়েছেন, কালকে স্প্যান বসানো কিছুটা কঠিন হতে পারে। আবার বসে যেতেও পারে। আবহাওয়ার উপর আমরা নির্ভরশীল। প্রতিটি স্প্যান বসানোর জন্য দুইদিন সময় নেয়া হয়। সেভাবেই শিডিউল করা থাকে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুপুরের পর কুয়াশার প্রকোপ থাকবে না। আগামীকালই বসবে শেষ স্প্যান ‘২-এফ’। নতুবা পরশু ১১ ডিসেম্বর বসানো হবে স্প্যানটি। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অবকাঠামো, যা মাওয়া থেকে সম্পূর্ণ যুক্ত হবে জাজিরা তথা দক্ষিণবঙ্গের সঙ্গে।

error: দুঃখিত!