১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:১১
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুর কাজের ৭৩ শতাংশ সার্বিক অগ্রগতি- সংসদে সেতুমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

দেশের মধ্যাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবিকৃত পাটুরিয়া-দৌলতদিয়া রুটের দ্বিতীয় পদ্মা সেতু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, একটার কাজ শেষ হলে আরেকটার কাজ শুরু করব।

সোমবার বিকেলে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমাদের পদ্মা সেতুর নির্মাণের কাজ এগিয়ে চলছে। পদ্মা সেতুর কাজের ৭৩ শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত ৬.১৫ কিলোমিটারের এই সেতুটি নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে। এই কাজটি সম্পূর্ণ হলে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ ধরব। প্রধানমন্ত্রী এই নির্দেশনাই দিয়েছেন।

সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ এমন প্রশ্ন করায় ভারত আর বাংলাদেশের মাটির ভিন্নতার বিষয়টি অনুধাবন করার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ভারতের মাটির ‘কন্ডিশন’ জেনে নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রশ্নকারী শুরুতে যে গৌড়চন্দ্রিকা দিয়েছেন তাতে এখানে সড়কে নির্মাণ ব্যয় বেশি। আমি তাকে বলব ভারতের মাটির কন্ডিশন আর আমাদের দেশের মাটির কন্ডিশন একরকম কি না দেখে নেবেন। যেখানে মাটির কন্ডিশন ভিন্নতর হয় সেখানে নির্মাণ ব্যয়টা বাস্তবিক অর্থে দেখে অনুধাবন করুন।

বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ঈদের আগে যানজটের চিত্র নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফোর লেন সড়ক থেকে যখন দুই লেনে গাড়ি চলাচল করে তখন যানজটের চিত্র দেখা যায়। এবারের ঈদে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই ঘটেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিসলেনসহ দুটি ফোর লেন সড়ক হচ্ছে। যেখানে ২৬টি ব্রিজ ও ১৩টির মতো আন্ডার পাস হচ্ছে। এছাড়া দুটি ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

সড়কে দুর্ঘটনা প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, একদিকে যেমন বেপরোয়া গাড়ি চালক তেমনি বেপরোয়া পথচারী আছে। রাস্তায় চলাচল করলে এই সিটিতে দেখবেন যানজট আর জনজট মিলে একাকার হয়ে গেছে। কাজেই শুধু ইঞ্জিনিয়ারিং সমস্যা সমাধান করলে হবে না মানুষকে সচেতন হতে হবে।

error: দুঃখিত!