৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শেষ হচ্ছে আজ, বসে গেছে সর্বশেষ স্লিপার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ ২০২৩, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

পদ্মাসেতুর নিচতলায় পাথরবিহীন রেললাইন নির্মাণের কাজ শেষ ধাপে চলে এসেছে। বাকি ধাকা ৭মিটারের সর্বশেষ স্লিপারটিও মঙ্গলবার রাতে সেতুতে বসে গেছে। এখন বাকি আছে কংক্রিটের ঢালাই কাজ। আজ সন্ধ্যা ৬টা’র পর কংক্রিটের ঢালাইয়ের কথা রয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকালে স্লিপারটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯টা’র দিকে মাওয়ায় এসে পৌঁছায়। পৌঁছানো মাত্রই ১৫ টন ওজনের স্লিপারটি মাওয়া প্রান্তের রেল স্টেশন থেকে ট্র্যাক কারে করে নিয়ে যাওয়া হয় সেতুর মাঝামাঝি ৫ নম্বর মুভমেন্ট জয়েন্টে। প্রকৌশলীদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে মঙ্গলবার রাত ১০টা’র দিকে স্লিপারটি বসানোর কাজ সম্পন্ন হয়। স্লিপারটি বসে যাওয়ায় এখন শুধুমাত্র অপেক্ষা কংক্রিটের ঢালাইয়ের। বুধবার সন্ধ্যা ৬টা’র পরে ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হবে। এরপর কিউরিংয়ের জন্য অপেক্ষা করতে হবে ৭২ ঘন্টা। এর মধ্য দিয়েই শেষ হবে পদ্মা সেতুতে রেল সংযোগের শতভাগ কাজ।

প্রকৌশল সূত্রে জানা যায়, দেশে প্রথমবারের মতো সর্ববৃহৎ রেলব্রিজ মুভমেন্ট জয়েন্ট স্থাপন করা হয়েছে পদ্মার রেলসেতুতে। এতে দ্রুতগতির রেল চলাচলের সময় এ জয়েন্টে রেললাইন ৮০০ মিলিমিটার পর্যন্ত সম্প্রসারিত হতে পারবে। আর সেতুতে আটটির মধ্য সাতটি জয়েন্টই বসে গেছে। পদ্মা রেলসেতু ৭ খণ্ডে বিভক্ত। আর সেতু টেকসই রাখতে নকশা অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে বিভাজন রাখা হয়েছে। তাই মূল সেতুর সঙ্গে দুই প্রান্তের ভায়াডাক্টের সংযোগ এবং মাঝে জয়েন্ট আছে ছয়টি। কংক্রিটের পাথরবিহীন রেললাইনের সঙ্গে যুক্ত করতে এ জয়েন্টগুলো স্টিল দিয়ে বিশেষভাবে তৈরি। চারটি ধাপে ছয় বেয়ারিং প্লেট ছাড়াও সাতটি প্লেটের ওপর স্থাপিত শক্তিশালী এ মুভমেন্ট জয়েন্ট। ব্যতিক্রমী একেকটি জয়েন্টের ওজন প্রায় ১৫ টন। সেতুর মাঝামাঝি ৫ নম্বর মুভমেন্ট জয়েন্টের বাকি থাকা ইস্পাতের স্লিপারটি বসানো নিয়ে জটিলতা তৈরি হয়। সব জটিলতা কাটিয়ে গতকাল রাতে সেটিও বসে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের (সিএসসি) তত্ত্বাবধানে চলছে পদ্মা সেতুর এই রেলসংযোগ প্রকল্পের কাজ।

পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল

উদ্বোধনের দিন পদ্মা সেতুতে চলেনি ট্রেন। সাড়ে ৯ মাস পরে সেই অপেক্ষার অবসান ঘটছে আগামী ৪ এপ্রিল। এদিন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে চলবে ট্রেন। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম। তিনি বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ৪ এপ্রিল। ইতিমধ্যে রেল সেতুর প্রায় ৯৮ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!