১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:২০
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মার স্রোতে বিলীন শিমুলিয়ার ৪নং ফেরিঘাট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ আগষ্ট, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে। দ্বিতীয় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ৪নং ফেরি ঘাটটি।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হওয়ার তিন ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ৪ নং ফেরি ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এ নিয়ে নয়দিনের ব্যবধানে দুই দফা ভাঙনে শিমুলিয়ার চারটি ফেরিঘাটের মধ্য দুটি ঘাট পদ্মায় বিলীন হলো। এর আগে গত ২৮ জুলাই ভেঙে যায় ৩ নং রোরো ফেরিঘাটটি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এর মধ্যেই ৪নং ফেরিঘাটটিসহ এপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ’ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে।

error: দুঃখিত!