মুন্সিগঞ্জের সদর উপজেলা’র পঞ্চসার ইউনিয়নের অাসন্ন ইউপি নির্বাচন নিয়ে একের পর এক নাটক চলছেই।
মুন্সিগঞ্জের বৃহত্তম এই ইউনিয়নের নির্বাচনী উত্তাপ ইতোমধ্যে ছড়িয়ে গেছে পুরো জেলায়। সবার নজড় যেন এই ইউনিয়নেই।
অার বিগত নির্বাচনগুলো প্রার্থীদের মধ্যে ‘নৌকা’ প্রতীক পাওয়ার যে প্রতিযোগিতা তৈরি করে দিয়ে গেছে তাতে প্রার্থীরা ‘নৌকা’ প্রতীক পেতে অারও বেপরোয়া হয়ে উঠেছে। অর্থ-ক্ষমতা থেকে শুরু করে সর্বোচ্চ সব দিয়ে ‘নৌকা’ প্রতীকের জন্যে মাঠে নেমে গেছেন প্রার্থীরা। তারা মনে করছেন ‘নৌকা’ প্রতীক পেলেই প্রশাসন থেকে শুরু করে সকল শক্তি তার পক্ষে কাজ করবে। অার এতে করে জয় হবে প্রার্থী’র।
পঞ্চসারে মাত্র কয়েকদিন অাগে বিএনপি থেকে পদত্যাগ করে অাওয়ামীলীগে যোগ দিয়েছেন শিল্পপতি অাক্তার হাজ্বী। এবার একই পথে হাটতে যাচ্ছেন পঞ্চসার ইউনিয়নে পরিচিত মুখ জেলা বিএনপি’র সভাপতি অাব্দুল হাইয়ের চাচাতো ভাই অারেক শিল্পপতি গোলাম মোস্তফা।
গোলাম মোস্তাফা এক সময়ের দুর্ধর্ষ অস্র ব্যাবসায়ী। লোকমুখে কথিত অাছে তার অর্থ-বিত্তের পরিমাণ তার নিজেরও জানা নেই।
গোলাম মোস্তফার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই জেলা অাওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর কাছে গিয়ে অানুষ্ঠানিকভাবে অাওয়ামীলীগে যোগ দিবেন তিনি। এর সকল প্রস্তুতিও নিয়েছেন তিনি।
গোলাম মোস্তফা অাওয়ামীলীগে যোগ দিলে পঞ্চসারে অাওয়ামীলীগ শক্তিশালী হবে বলে মনে করেন ইউনিয়ন অাওয়ামীলীগের একাধিক জৈষ্ঠ নেতা।
নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ‘বিএনপি’র দূর্গ হিসেবে পরিচিত পঞ্চসারে বিএনপি’র অনেক নেতাকর্মী যারা অাব্দুল হাই-মহিউদ্দিন এর কাছে মূল্যায়ন পায়নি তারা গোপনে গোলাম মোস্তফার সাথে যোগাযোগ রাখতো। এখন গোলাম মোস্তফা অাওয়ামীলীগে যোগ দিলে তারাও অাওয়ামীলীগে চলে অাসবে।
তবে ভিন্ন কথাও বলেছেন স্থানীয় অাওয়ামীলীগের অারেকজন নেতা। তিনি বলেন, ‘গোলাম মোস্তফা নৌকা প্রতীকের অাশায় অাওয়ামীলীগে যোগ দিচ্ছেন। যদি তিনি প্রতীক না পান তাহলে অাওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হবেন বলে মনে হয় না।