৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১:৩৫
পঞ্চসারে সেলাই মেশিন প্রশিক্ষণ উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

গতকাল (১ মার্চ) সোমবার সন্ধ্যার দিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভট্টাচার্যের বাগ উত্তর সমাজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিস।

পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার ব্যক্তিগত অর্থায়নে এ সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রে চারটি সেলাই মেশিন দিয়ে উদ্বোধন করা হয়।

স্থানীয় দারুল উলুম বিভাগ মাদ্রাসার সভাপতি হাজী রমজান হোসেন ঢালী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সভাপতি জালাল উদ্দিন রুমী রাজন। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মো. মোক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন নান্নু, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন ঢালী, সাবেক  সাধারণ সম্পাদক মো. জয়নাল ঢালী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আসাদ শেখ প্রমুখ।

প্রধান অতিথি আনিছ উজ্জামান আনিছ বলেন, এমন একটি মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দ বোধ করছি। আপনাদের চেয়ারম্যান এ পরিষদকে একটি আধুনিক ডিজিটাল পরিষদ হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছে। তাই আগামী নির্বাচনে আপনারা মোস্তাফার পাশে থাকবেন। তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করে ইউনিয়ন পরিষদের উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় গোলাম মোস্তাফা বলেন, গ্রামকে শহরে রূপান্তর করতে আমার এই উদ্দ্যোগ। পুরুষের পাশাপাশি এ ইউনিয়নের সকল নারীরা আত্মনির্ভরশীল হবে। ৩৩টি গ্রামে হবে সেলাই মেশিন প্রশিক্ষন কেন্দ্র। সে সাথে সকল বয়সের ছেলে মেয়েদের স্বনির্ভর গড়ে তোলার লক্ষে প্রত্যেকটি গ্রামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থাকবে। আমি আমার ইউনিয়নকে দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলবো আপনাদের সহযোগিতায়। তাই আগামী  ইউপি নির্বাচনে আপনারা আমাকে আরেকটি বার নির্বাচিত করবেন বলে সকলের কাছে দোয়া চাই।

error: দুঃখিত!