মুন্সিগঞ্জ, ২ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় পঞ্চসার ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটএকেএম হাসানুর রহমান।
অভিযানের সময় অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের আনুমানিক ৭০০ কেজি কারেন্ট জাল ও বিপুল সংখ্যক মনোফিলামেন্ট রিল সুতা (আনুমানিক ২২ লক্ষ টাকা মূল্যমানের) জব্দ করা হয় এবং তা উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় প্রদান করলে তিনি তা বিনষ্টের ব্যবস্থা করেন।
অন্যদিকে বিকাল ৫ টায় মুক্তাপুর এলাকায় শহরের যানজট ও অবৈধ পার্কিং নিরসনে বিভিন্ন যানবাহন চালকদের সচেতন করা হয়। এ সময় অবৈধ পার্কিং এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের ৩ টি মামলায় ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।