২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:৩৪
নূর হোসেন নারায়ণগঞ্জে
খবরটি শেয়ার করুন:

আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে। রাজধানী ঢাকার র‍্যাব-১ এর সদর দপ্তর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নূর হোসেনকে আপাতত জেলা পুলিশ লাইনসে রাখা হয়েছে। পরে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে তোলার কথা।
এর আগে র‍্যাব-১ এর কার্যালয় থেকে নূর হোসেনকে নিয়ে র‍্যাব-পুলিশের একটি গাড়িবহর নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন নূর হোসেনকে গ্রহণ করে ওই গাড়িবহরসহ জেলা পুলিশ লাইনসে যান।
ওই গাড়িবহরের মধ্যে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে নূর হোসেনকে নিয়ে যাওয়া হয়। এ সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ তাঁর সঙ্গে ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে র‍্যাব-পুলিশ তাঁকে ঢাকায় নিয়ে আসে। গত বুধবার বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে দুই সঙ্গীসহ ভারতে ফেরত পাঠানো হয়।

error: দুঃখিত!