মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা ভাইরাস সংক্রমন এড়াতে মঙ্গলবার দুপুর থেকে সরকারী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে শিমুলীয়া-কাঠালবাড়ী নৌ-রুটে চলাচলকারী সকল নৌ-যান। তবে অসাধু সি-বোট মালিক ও চালকরা চালিয়ে যাচ্ছে তাদের নৌযান গুলো। এতে করে নদী পাড়াপাড়ে সি-বোট ঘাটে যাত্রীদের উপচে পরা ভীড় লক্ষ করা গেছে। করোনা অজুহাতে স্পিডবোট ভাড়াও নিচ্ছে দ্বীগুন। এ যেন দেখার কেউ নেই!
স্থানীয়রা জানায়, করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সরকারী ভাবে এই নৌরুটের সকল নৌ-যান বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু ঘাট ইজারাদার আওয়ামীলীগ নেতা আশ্ররাফ হোসেন তা মানছেন না।তিনি তার ক্ষমতার জোরে সকল সিবোট চলাচলা স্বচল রেখেছেন ভাড়াও নিচ্ছে দ্বীগুন এ যেন মগের মুল্লুক।
এক সি-বোট যাত্রী কাশেম বলেন, করোনা মোকাবেলায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা মানছেনা ঘাট ইজারাদার। যাত্রীদের চাপ বেশি দেখে অসাধু এই ইজারাদার জনপ্রতি সি-বোট ভাড়া নিচ্ছে আড়াই শত থেকে ৩ শত টাকা। যার ভাড়া হওয়ার কথা দেড়শ থেকে একশত ৮০ টাকা।
এব্যাপারে ঘাট ইজারাদার আশরাফ হোসেন বলেন, সরকারী নির্দেশনা মেনে বিকাল থেকে সি বোট চলাচল বন্ধ রেখেছি। এরপরও যদি কেউ চালায় তার বিরুদ্ধে সরকার আইনী ব্যবস্থা নিচ্ছে না কেন?
সিমিত আকারে ফেরি চালু রাখার কথা জানিয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর থেকে লঞ্চ, সিবোট ও ট্রলার বন্ধ করে দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি যাত্রী পাড়াপাড়ে সিবোট বা লঞ্চ চালায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।